নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার (২১ জুন ২০২২) বেলা ৩.৩০ ঘটিকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজশাহী পুলিশ লাইন্স ড্রীল শেড প্রান্ত থেকে যুক্ত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম, অতিরিক্ত ডিআইজি জনাব টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)সহ রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply