মোঃ সুমন হোসেনঃ দুর্দিনের কান্ডারী, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা সোনা দাস এর স্ত্রী গীতা দাস ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সোমবার (১৩ জুন) রাত ৮.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য হাবিবুর রহমান বাবু, সৈয়দ মন্তাজ আহমেদ, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার সহ নেতৃবৃন্দ।
এছাড়াও ১৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজা চায়না এর ছেলে শামীম ইসলাম, সড়ক দূর্ঘটনায় আহত ১৮ (উত্তর) নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী আখতারী বেগম অসুস্থ হওয়ায় তার ছেলে, ২৮ নং ওয়ার্ডের ধরমপুর এলাকার মহিলা আওয়ামী লীগ কর্মী রিজিয়া বেগম বোনের বিয়ে উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
Leave a Reply