বিশেষ প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে হড়গ্রাম বায়তুন নূর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ রোববার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ভিত্তিপ্রস্থর স্থাপনের পর দোয়া ও মোনজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো.নজরুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো.সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply