নন্দীগ্রামে (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ঈমাম, খতিব, মুয়াজ্জিনদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ২নং সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আব্দুল বারি বারেক, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোর্শেদুল বারী, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, প্রচার প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকুল হোসেন মুকুল, কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল্লাহ আল-মাহমুদ। এছাড়াও দিবসটিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার শামীম হোসেন, ওবায়দুর রশিদ রাজু, নূর মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য অনুষ্ঠানের সভাপতি শিফা নুসরাত তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সাঃ) তিনি সব ধরনের কুসংষ্কার, গোড়ামী, অন্যায়-অবিচার ও সকল রকম অশান্তির বিরুদ্ধে শান্তির বাণী প্রচার করেছেন। তার জীবন আদর্শ মেনে চললে মানবজাতী কখনোই পথভ্রষ্ঠ হবে না এবং ঈমাম-খতিবদের উদ্দেশ্যে ইসলাম ধর্ম নিয়ে কোন রকম বিভ্রান্তিকর কথা না বলার আহবান জানান।
Leave a Reply